চিড়িয়াখানা থেকে পালানো একটি জেব্রাকে নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে দক্ষিণ কোরিয়ার রাজপথে। খবর বিবিসির।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিউলের চিলড্রেন গ্র্যান্ড পার্ক থেকে খাঁচার বেড়া ভেঙে পালিয়ে যায় জেব্রাটি। প্রানীটি তিন ঘণ্টা ছুটে বেড়ায় সিউলের বিভিন্ন গলিতে। কয়েকবার ধাওয়া দিয়ে ধরতে ব্যর্থ হওয়ার পর জেব্রাটিকে চেতনানাশক দিয়ে অচেতন করে খাচায় ফিরিয়ে নেন চিড়িয়াখানার কর্মীরা।
জানা গেছে, দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের ব্যস্ত রাস্তায় আতঙ্কিত প্রাণিটির ছোটাছুটিতে ট্র্যাফিক জ্যাম লেগে যায়। অনেকে অবশ্য উপভোগও করেন, বন্যপ্রাণীর এ ছোটাছুটি।
/এসএইচ
Leave a reply