বদলেছেন অজিত-সত্যবতী; আসছে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’

|

বড়পর্দা মাতিয়ে আবারও ছোটপর্দায় আসছে বাংলার জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী। ওটিটিতে আসছে ওয়েব সিরিজ ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’। বরাবরের মতো এখানেও ব্যোমকেশ হিসেবে দেখা যাবে অনির্বাণকেই। তবে ‘অজিত’ চরিত্রে থাকছে বড় চমক। মুক্তি পেয়েছে সিরিজ মুক্তির তারিখও।

টালিউড এখন অনেকটাই ব্যোমকেশময়। গত বছর মুক্তিপ্রাপ্ত অরিন্দম শীলের ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’র রেশ কাটতে না কাটতেই এ বছর একাধিক ব্যোমকেশ হাজির হতে চলেছে বড়পর্দা ও ওটিটিতে। এর মধ্যে, অন্যতম অনির্বাণ ভট্টাচার্যের ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’।

হইচইয়ে মুক্তি পাচ্ছে ব্যোমকেশের সিজন ৮। এবারের সিরিজে উঠে আসবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প ‘চিড়িয়াখানা’। এর আগে, সপ্তম সিজনে সৌমিক হালদারের পরিচালনায় দেখা গিয়েছিল চোরাবালির গল্প। প্রায় দেড় বছর পর পর্দায় আসছে ব্যোমকেশ অনির্বাণ ও সত্যবতী ঋদ্ধিমা ঘোষ। তবে, এবার অজিতের চরিত্রে কাকে দেখা যাবে, তা নিয়ে রহস্য ছিল প্রথম থেকেই।

বাংলার জনপ্রিয় গোয়েন্দা বোম্যকেশের সহযোগী অজিত বন্দ্যোপাধ্যায়। যাকে ছাড়া ব্যোমকেশ কখনও সম্পূর্ণ নয়। আর এজন্যই, ব্যোমকেশকে নিয়ে তৈরি প্রতিটি সিনেমা বা সিরিজে অজিত কে হচ্ছেন, সেদিকে সবসময়ই একটু বাড়তি নজর থাকে দর্শকদের। এর আগেও অজিতের চরিত্রে নানা সময় নানা অভিনেতাকে নিয়ে এসেছেন পরিচালকরা। অরিন্দম শীলের সর্বশেষ ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’ তে সুহোত্র ছিলেন ব্যোমকেশের সঙ্গী, অজিত হিসেবে। এ সিনেমায় সোহিনী সরকারকে দেখা গিয়েছিল ব্যোমকেশের স্ত্রী সত্যবতীর ভূমিকায়।

অন্যদিকে, ব্যোমকেশ ও পিঁজরাপোল এ সত্যবতী হিসেবে থাকবেন ঋদ্ধিমা ঘোষ। সম্প্রতি হইচইয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সিরিজটির নতুন পোস্টার শেয়ার করা হয়। সেখানেই অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়কে অজিতের চরিত্রে দেখা গিয়েছে। সুব্রত দত্তের বদলে এবার তিনিই আসছেন সত্যান্বেষীর সঙ্গী হয়ে। তবে কেবল নতুন অজিত নয়, এ পোস্টারে জানানো হয়েছে সিরিজ মুক্তির তারিখও।

জানা গেছে, আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’। এ সিরিজে অভিনয়ের পাশাপাশি এ প্রোজেক্টের ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন অনির্বাণ। এর আগে, এ একই গল্পের ওপর ভিত্তি করে সত্যজিৎ রায় সিনেমা তৈরি করেছিলেন। সে সিনেমায় ব্যোমকেশের ভূমিকায় দেখা গিয়েছিল মহানায়ক উত্তম কুমারকে।

এতো গেল হইচইয়ের ব্যোমকেশের কথা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় চিত্রনায়ক দেবকেও এ বছর ব্যোমকেশের ভূমিকায় দেখা যাবে। দেব এরইমধ্যেই ‘দুর্গ রহস্য’ তৈরির কথা ঘোষণা দিয়েছেন।  অপরদিকে পরিচালক সৃজিতও আসছেন আরেক দুর্গ রহস্য নিয়ে। শোনা যাচ্ছে, তার ব্যোমকেশ হিসেবে পছন্দ অভিনেতা জিতু কমলকে। সব মিলিয়ে বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে এখন শুধুই ব্যোমকেশদের আধিপত্য। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply