বোয়ালমারীতে মূল্য তালিকায় গরমিল ও বেশি দামে বিক্রির দায়ে ১৩ ব্যবসায়ীকে জরিমানা

|

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে মূল্য তালিকায় গরমিল ও বেশি দামে পণ্য বিক্রি করার দায়ে ১৩ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) দুপুরে তাদের জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকীম মোশারেফ হোসেইন।

জানা গেছে, পবিত্র রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখতে বোয়ালমারী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকায় গরমিল ও অধিক দামে পণ্য বিক্রি করার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৪০ ধারায় তাদের ছত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকীম মোশারেফ হোসেইন জানান, বাজার স্থিতিশীল রাখতে পুরো রমজানে এ ধারা অব্যাহত থাকবে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply