আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ড. নূহ-উল-আলম লেনিন

|

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন ড. নূহ-উল-আলম লেনিন। শনিবার (২৫ মার্চ) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের গঠনতন্ত্রের (২৬) ১ ধারা মোতাবেক সংগঠনের সভাপতি শেখ হাসিনার তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেছেন।

নূহ-উল-আলম লেনিন ১৯৭৩ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। নব্বইয়ের দশক পর্যন্ত তিনি ছিলেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক এবং অবিভক্ত সিপিবির প্রেসিডিয়াম সদস্য। ১৯৯৭ সালে আওয়ামী লীগে যোগ দেয়ার পর লেনিনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়। পরবর্তীতে তিনি তথ্য ও গবেষণা সম্পাদক, পরের কাউন্সিলে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ২০১৬ সালের কাউন্সিলে সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। ২০১০ সাল থেকে তিনি আওয়ামী লীগের দলীয় মুখপত্র ‘উত্তরণ’-এর প্রকাশক ও সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply