২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

ফাইল ছবি।

২৫ মার্চ গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের প্রচেষ্টা চলছে। পাশাপাশি বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘৭১-এ গণহত্যা শুরুর ছয় ঘন্টার মধ্যে কয়েক হাজার বাঙালিকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা দিবস উদযাপনের পাশাপাশি সারা বিশ্বের কাছে দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পরিচিত করার প্রচেষ্টা চলছে। একইসাথে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত আছে। যাদের অবস্থান শনাক্ত করা গেছে তাদের অচিরেই দেশে আনার চেষ্টা চলছে বলে জানান মন্ত্রী।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply