‘রাষ্ট্র বাঁচাবো না ফেসবুক বাঁচাবো?’

|

টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার

রাষ্ট্রের স্বার্থে ফেসবুক নিয়ন্ত্রণের কথা বলেছেন টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। বলেন, মানুষের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনে প্রযুক্তির নিয়ন্ত্রণ করবে সরকার। এক্ষেত্রে কোনো আপোষ করার সুযোগ নেই।

সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে, এশিয়া-প্যাসিফিক রেগুলেটরি কমিশনের বৈঠক শেষে তিনি সাংবাদকিদের এসব কথা বলেন।

মোস্তফা জব্বার বলেন, রাষ্ট্রীয় নিরাপত্তা, জনগণের নিরাপত্তা বিঘ্নিত করলে প্রযুক্তির দিকে তাকিয়ে থাকার সুযোগ নেই। ফেসবুক রাষ্ট্রকে বিপন্ন করে ফেললে রাষ্ট্র বাঁচাবো না ফেসবুক বাঁচাবো? তখন বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করতে হবে।

ফেসবুকে নানা ধরনের গুজব প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমরা চাইলেও ফেসবুকের কোনো কন্টেন্ট ফিল্টারিং করতে পারি না। এ বিষয়ে আমাদের ফেসবুকের কাছে অনুরোধ করতে হয়। তারা আমাদের কিছু অনুরোধ রাখেন। কেননা, ফেসবুক তাদের আমেরিকান স্ট্যান্ডার্ড এবং সে দেশের আইন অনুযায়ী চলে। তবে, সরকার ডিজিটাল নিরাপত্তা আইন বাস্তবায়ন করছে। এটা পুরোপুরি বাস্তবায়ন হলে ফেসবুকের অনাকাঙ্ক্ষিত কন্টেন্টগুলো বন্ধ করা যাবে।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply