Site icon Jamuna Television

৩৬টি স্যাটেলাইট নিয়ে উড়লো ভারতের প্রথম বাণিজ্যিক রকেট (ভিডিও)

প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে রকেট উৎক্ষেপণ করলো ভারত। শনিবার (২৫ মার্চ) সফলভাবে মহাকাশে পাড়ি জমায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সবচেয়ে ভারী রকেট এল-ভি-এম-থ্রি। খবর হিন্দুস্তান টাইমসের।

যুক্তরাজ্যের ৩৬টি স্যাটেলাইট নিয়ে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় রকেটটি। স্যাটেলাইটগুলোর ওজন ছিল প্রায় ৬ টন। ইতোমধ্যে পৃথিবীর লো অরবিটে স্যাটেলাইটগুলো প্রতিস্থাপনের কাজও সম্পন্ন হয়েছে।

লন্ডন ভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা ওয়ান ওয়েব এবং ভারতীয় নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চুক্তির আওতায় সম্পন্ন হয়েছে এ উৎক্ষেপণের কাজ। এই সফল মিশনটি দেশটির মহাকাশ গবেষণায় অনন্য মাত্রা যোগ করলো বলে জানান দেশটির বিজ্ঞানীরা।

এসজেড/

Exit mobile version