চতুর্থ রোজার সাহরি ও ইফতারের সময়সূচি

|

সংযমের মাস পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা মাসজুড়ে রোজা রেখে মহান আল্লাহর সন্তুষ্টি আদায়ে ব্রত পালন করবেন। রোজার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ সাহরি ও ইফতার। দিনের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্য রেখে সাহরি ও ইফতারের সময়সূচিতে আসে পরিবর্তন। চতুর্থ রোজার সাহরি ও ইফতারের সময়সূচি জেনে নিন।

সোমবার (২৭ মার্চ) ঢাকা জেলায় সাহরির শেষ সময় ভোর ৪টা ৩৫ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬টা ১৬ মিনিট। অন্যান্য জেলার সময়সূচি নিচের হিসেবে করেছে ইসলামিক ফাউন্ডেশন।

সেহরি খাওয়ার পর রোজা রাখার নিয়ত: নাওয়াইতু আন আছুমা গদাম মিন শাহরি রমাদানাল মুবারকি ফারদুল্লাকা ইয়া আল্লাহু ফাতাক্বব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম।

বাংলায় অর্থ: হে আল্লাহ, আগামীকাল পবিত্র রমজান মাসে তোমার পক্ষ থেকে ফরজ করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

ইফতার করার আগে ইফতার সামনে নিয়ে এই দোয়া পড়তে হয়: আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

বাংলা অর্থ: হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply