নাটোরের লালপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৭

|

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের লালপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাতজন আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার সালামপুর শেরপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কাশেম আলীর নেতৃত্বে বেশ কয়েকজন আমিরুল ইসলাম এবং তার আত্মীয়দের ওপরে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আমিরুল, জাহাঙ্গীর, জিয়া, রফিকুল, জিল্লুর গুরুতর জখম হয়। এদের মধ্যে আমিরুলের নাক কেটে পড়ে যায়। অপর সকলের মাথা এবং বিভিন্ন স্থানে কোপানোর ফলে রক্তাক্ত জখম হয়। আত্মীয়-স্বজনরা তাদের আহত অবস্থায় উদ্ধার করে প্রথমেই লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সংকটাপন্ন অবস্থায় ৫ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়াররুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply