লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার একটি সামরিক ঘাঁটিতে সেনা বিদ্রোহ ঘটেছে। অবশ্য সরকারের পাল্টা অভিযানে বিদ্রোহ নিয়ন্ত্রণে এসেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এসময় ২ বিদ্রোহী সেনা নিহত এবং অন্তত ১০ জন পলাতক রয়েছে।
প্রেসিডেন্ট মাদুরো এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদেশি শক্তির মদদেই এ বিদ্রোহের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন।
স্থানীয় সময় রোববার দেশটির ভ্যালেন্সিয়া শহরের ঘাঁটিতে সেনা বিদ্রোহের ঘটনা ঘটে। ২০ জন সশস্ত্র সেনার একটি দল ভিডিও বার্তা দিয়ে মাদুরো সরকারের বিরোধী অবস্থানের কথা জানান দেয়।
এরপর শহরের প্যারামাকাই সেনাঘাঁটিতে ঢুকে পড়ে তারা। সরকারপন্থী সেনাদের সাথে কয়েকঘন্টা গুলি বিনিময়ও হয়। অবশ্য ভেনেজুয়েলা ন্যাশনাল গার্ড তড়িৎ গতিতে অভিযানে নামলে পিছু হটতে শুরু করে বিদ্রোহীরা।
পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে। পলাতকদের গ্রেফতারে আশেপাশের এলাকায় তল্লাশি চলছে।
/কিউএস
Leave a reply