ভূমিকম্পেও নামাজ চালিয়ে গেলেন অবিচল ইমাম

|

ভূমিকম্পের মাঝেও নামাজ চালিয়ে যান ইমাম

রোববার সন্ধ্যায় ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার নয়নাভিরাম লম্বক দ্বীপ। এতে, অন্তত ৯৮ জন নিহত এবং ২০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এই শোকের মধ্যেও আলাদা করে আলোচিত হচ্ছে একজন ইমামের দৃঢ়তা।

মাগরিবের নামাজ পড়াচ্ছিলেন তিনি। এমন সময় শুরু হয় ভূমিকম্প। ক্রমেই তার তীব্রতা বাড়তে থাকে। পেছন থেকে কয়েকজন মুসল্লি দৌড়ে পালিয়ে যান। কিন্তু দৃঢ়চেতা ইমাম তার নামাজ চালিয়ে যান। এক পর্যায়ে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়লে এক হাতে দেয়াল ধরে সুললিত কণ্ঠে তেলোয়াত চালিয়ে যান। তা দেখে আবার ফিরে এসেছেন কয়েকজন মুসল্লি।

এই ভিডিওটি মোবাইলে ধারণ করেন কেউ একজন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়ার পর নিমেষেই তা ছড়িয়ে পড়ে। ইমাম সাহেবের ঈমানী শক্তির প্রশংসা করছে মানুষ। নেতৃত্বগুণ, দৃঢ়তা যার মাঝে থাকবে তিনিই তো প্রকৃত ইমাম।

https://www.facebook.com/life.in.saudiarabia/videos/1097029567112926/

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply