নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন নিয়ে বাংলাদেশের মার্কিন দূতাবাস ও জাতিসংঘের বিবৃতি অযাচিত ও অনভিপ্রেত। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে মার্কিন দূতাবাসের বক্তব্য অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বিবৃতি প্রত্যাখ্যান করে তা প্রত্যাহারের আহ্বান জানান।
ইনু বলেন, আন্দোলনে কর্তব্যরত সাংবাদিকদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে। আরও বলেন, ধানমন্ডিতে সংঘর্ষ বাস্তব ঘটনা। তবে সেখানে শিশুদের ওপর কোনো ধরনের হামলা করা হয়নি। এ ঘটনায় মার্কিন দূতাবাস, ঢাকা শহরের বাস্তব চিত্রের প্রতিফলন করেনি। এটি অত্যন্ত দুঃখজনক বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।
Leave a reply