যুক্তরাষ্ট্রের স্কুলে হামলার আগে ৭টি অস্ত্র কিনেছিল আততায়ী নারী

|

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে স্কুলে হামলার আগে ৭টি অস্ত্র কিনেছিল আততায়ী অড্রে এলিজাবেথ হ্যালি। একটি হ্যান্ডগান ও আরও দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয় ওই হামলায়। খবর এনডিটিভির।

মঙ্গলবার (২৮ মার্চ) এ তথ্য জানায় শহরটির পুলিশ প্রধান। তিনি জানান, স্থানীয় পাঁচ দোকান থেকে অস্ত্রগুলো কিনেছিল হামলাকারী হ্যালি।

পুলিশ জানায়, ২৮ বছর বয়সী ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন। হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। জানতে তদন্ত চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে আরও কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা ছিল হ্যালির।

এদিকে হ্যালির কাছে থাকা ৭টি অস্ত্রের বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছে তার বাবা-মা।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলের একটি স্কুলে নারী ওই বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply