রাহুল গান্ধিকে পার্লামেন্ট থেকে অপসারণের প্রতিবাদে চলা বিক্ষোভে পুলিশের ধরপাকড়

|

ভারতে পার্লামেন্ট পদ থেকে রাহুল গান্ধিকে অপসারণের প্রতিবাদে চলা বিক্ষোভে ব্যাপক ধরপাকড় চালিয়েছে নয়াদিল্লি পুলিশ। খবর বার্তা সংস্থা এপির।

মঙ্গলবার (২৮ মার্চ) কংগ্রেসের কর্মী সমর্থকের বিক্ষোভে পুলিশ বাধা দিলে শুরু হয় ধ্বস্তাধস্তি। পরে বেশ কয়েকজনকে পুলিশ বাসে তুলে নেয়ার অভিযোগ ওঠে। এ সময় কয়েকজন নারীকেও আটক করা হয়।

কংগ্রেস সমর্থকদের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে বিজেপি সরকার।

গেল সপ্তাহে, সব মোদিই চোর- এই মন্তব্যের জেরে করা মানহানি মামলায় দোষী সাব্যস্ত হন রাহুল গান্ধি। তাকে ২ বছরের কারাদণ্ড দেয় সুরাট আদালত। অবশ্য ৩০ দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। এর আগেই পার্লামেন্ট পদ থেকে রাহুলকে অপসারণ করা হয়। পাঠানো হয়েছে এক মাসের মধ্যে বাড়ি ছাড়ার নোটিশও। বাতিল হতে পারে জেড প্লাস সিকিউরিটি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply