সৈন্যরা অ্যাসল্ট রাইফেলের ৬৫৩টি বুলেট হারিয়ে ফেলায় পুরো একটি শহরে লক ডাউন ঘোষণা করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। জানা গেছে, হায়সান নামের ওই শহরটি থেকে সৈন্যরা বুলেট উদ্ধারে ব্যর্থ হলে লকডাউনের ঘোষণা দেন কিম। খবর দ্য হিন্দুস্তান টাইমসের।
জানা গেছে, মার্চের ৭ তারিখে হায়েসানে সেনা মোতায়েন করা হয়েছিল। পরে যখন সেখান থেকে সেনাবাহিনী সরানোর সময় দেখা যায় ৬৫৩টি বুলেট কম রয়েছে তাদের কাছে।
বুলেট খুঁজতে প্রথমে সেনাসদস্যরা নিজেরাই তল্লাশি শুরু করেন। ওই শহরটিতে বাস করেন ২ লাখেরও বেশি মানুষ। বলা হচ্ছে, সেনা সদস্যরা প্রতিটি বাড়িতে তল্লাশি চালিয়েছেন। কিন্তু, বুলেট খুঁজে পেতে ব্যর্থ হন তারা। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করার পরই লকডাউন জারি করা হয় শহরটিতে।
তবে সমালোচকদের দাবি, জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়াতেই প্রপাগান্ডা ছড়াচ্ছে কিম প্রশাসন।
/এসএইচ
Leave a reply