মামলার পরেই প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তবে কোন মামলা সেটি পরিষ্কার করে বলেননি মন্ত্রী।
বুধবার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, প্রথম আলোর রিপোর্ট যে সঠিক ছিল না, তা একটা বেসরকারি টিভির রিপোর্টে প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে মামলার কার্যক্রম আইনি প্রক্রিয়ায় চলবে বলেও জানান তিনি।
২৬ মার্চ প্রথম আলো অনলাইনে প্রকাশিত একটি ফটো স্টোরি দেশজুড়ে আলোচিত হয়। রিপোর্টে ক্যাপশন ভুল থাকায় রিপোর্টটি সংশোধনের জন্য সরিয়েও নেয় প্রথম আলো। ওই রিপোর্টের প্রতিবেদক প্রথম আলোর সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের বাসায় গিয়ে তাকে সিআইডির পরিচয়ে তুলে আনা হয়। তার কম্পিউটারসহ বেশ কিছু ডিভাইস নিয়ে গেছে পুলিশ।
ইউএইচ/
Leave a reply