তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার আহ্বান জানালে ভেবে দেখবে বিএনপি। এ কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৯ মার্চ) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ইসির অনানুষ্ঠানিক আলোচনার প্রস্তাব গ্রহণ করতে পারছে না বিএনপি। তবে, চিঠির জন্য সিইসিকে ধন্যবাদ।
বিএনপি মহাসচিবের দাবি, সুষ্ঠু নির্বাচন করার ক্ষমতা কমিশনের নেই। সাইবার নিরাপত্তার নামে নিপীড়নমূলক আইন করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে সরকার, এমন অভিযোগও করেন মির্জা ফখরুল। র্যাব হেফাজতে নারীর মৃত্যু প্রমাণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ইউএইচ/
Leave a reply