সাভার প্রতিবেদক:
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডি’র পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে তুলে নেয়া হয় বলে জানা গেছে।
বাসার মালিক ফেরদৌস আলম বলেন, ভোর ৪টার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন শামসুজ্জামানের বাসার সামনে যান। তাদের মধ্যে ৭-৮ জন বাসার ভেতরে ঢোকেন। একজন শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুইটি মোবাইলফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। বাসা তল্লাশির সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন উপস্থিত ছিলেন।
আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, সিআইডি ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন। তবে আটক ব্যক্তির নাম বা পরিচয় তিনি জানেন না। তুলে নেওয়ার সময় ওই বাসার মালিককে ডাকেন একজন। তাকে জানানো হয়, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
প্রসঙ্গত, শামস তার মাসহ বাসাটিতে গত এক বছর ধরে ভাড়া থাকেন। ঘটনার সময় তার মা বাসায় ছিলেন না।
/এসএইচ
Leave a reply