নিম্ন আয়ের ৯০ ভাগ মানুষ খাদ্য তালিকায় পরিবর্তন এনেছেন: জরিপ

|

মূল্যস্ফীতির চাপে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ৯০ ভাগ মানুষ খাদ্য তালিকায় পরিবর্তন এনেছেন। ৭৪ শতাংশ মানুষ ঋণ করে চলছে। সঞ্চয় ভেঙেছেন ৩৫ শতাংশ মানুষ। বাধ্য হয়ে শিক্ষা ও স্বাস্থ্য খাতে খরচ কমিয়েছেন অনেকে। খাদ্য মানের সাথেও আপস করেছেন।

‘কেমন আছেন নিম্নআয়ের মানুষ’ জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বুধবার (২৯ মার্চ) এ তথ্য জানান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এর নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। সারাদেশে এক হাজার ৬০০ পরিবারে এই জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।

সেলিম রায়হান বলেন, মূল্যস্ফীতির কারণে মধ্যম আয়ের মানুষও চাপে পড়েছে। বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ করে সানেম বলছে, খাদ্য নিরাপত্তায় জোর দিতে হবে। নিত্যপণ্যের দাম সহনীয় করতে স্থানীয় পর্যায়ে উৎপাদন বাড়ানো প্রয়োজন। আমদানিতে জোর দিতে হবে।

সানেম মনে করে, বাজার তদারকিতে যথেষ্ট দুর্বলতা আছে। অনেক পণ্যের দাম বৃদ্ধির কারণ এখনও অজানা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির নেপথ্যে আছে বৈশ্বিক কারণ এবং ত্রটিপূর্ণ বাজার ব্যবস্থাপনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply