ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে সশস্ত্রগোষ্ঠীর সদস্যদের ব্যাপক গোলাগুলি হয়েছে। এসময় এক মেজরসহ সেনাবাহিনীর চার সদস্যের মৃত্যু হয়। প্রাণ হারিয়েছেন দুই বিচ্ছিন্নতাবাদীও। মঙ্গলবার রাজ্যের বান্তিপোরে জেলায় এ ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানায়, জেলার গুরেজ সেক্টরে টহল দিচ্ছিল সেনাবাহিনীর একটি দল। সেসময় সীমান্তপথে প্রায় আট জনের একটি দল অনুপ্রবেশের চেষ্টা করলে বাধা দেয় সেনারা। এসময় দু’পক্ষের গোলাগুলির এক পর্যায়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মেজরসহ চার ভারতীয় সেনা। নিহত হয় দুই বিচ্ছিন্নতাবাদীও। এরপর ঘটনাস্থলে সেনাবাহিনীর অতিরিক্ত প্লাটুন পাঠানো হয়। এ ঘটনায় ওই অঞ্চলে এখনও অভিযান চলছে।
Leave a reply