ভোলার মেঘনায় ধরা পড়লো ৬ মণ ওজনের শাপলাপাতা মাছ

|

ভোলা প্রতিনিধি:

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে উঠলো ৬ মণ ওজনের বিশাল শাপলাপাতা মাছ। বুধবার (২৯ মার্চ) সকালে মাছটি আড়তে বিক্রি করা হয়েছে ৪৮ হাজার ৮শ’ টাকায়।

এ তথ্য নিশ্চিত করে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জেলে সাইদুর মাঝি জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে সদরের ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে জাল ফেলেন তিনিসহ শাখাওয়াত, বশির মাঝি ও আরও কয়েকজন। কিছুক্ষণ পরে তারা জাল উঠালে তাদের জালে একটি ভারী ওজনের কিছু আটকে আছে বলে অনুভব করেন। পরে তারা জালটিকে টেনে উঠাতে সক্ষম হলে দেখতে পান একটি বিশাল শাপলাপাতা মাছ।

তিনি আরও জানান, মাছটি তীরে নিয়ে আসলে এটি দেখতে স্থানীয়রা ভিড় জমান। পরে আজ বুধবার সকালে বরিশাল আড়তে নিয়ে ওজন দিয়ে দেখেন ৬ মন। এরপর ওই আড়তেই মাছটি ৪৮ হাজার ৮শ’ টাকায় বিক্রি করেন।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, শাপলাপাতা মাছ মূলত গভীর সাগরে থাকে। এটির বৈজ্ঞানিক নাম হিমানটুরাইমব্রিকাটা। এটি প্রজনন অথবা খাবারের সন্ধানে দিক হারিয়ে নদীতে চলে এসেছে বলে ধারণা করছেন তিনি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply