দৃশ্যমান হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। জাজিরা অংশে দুটি পিলারের মাঝে স্টিলের তৈরি স্প্যান বসানো হয়েছে।
সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর উপস্থিতিতে স্প্যানটি বসানোর আনুষ্ঠানিকতা করা হয়। এসময় সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু কোনো রঙিন স্বপ্ন নয়, এটি এখন দৃশ্যমান বাস্তবতা। ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর ৩ হাজার টন ওজনের স্টিলের তৈরি স্প্যান বসানো হয়। ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটি ৪ হাজার টন ক্ষমতার একটি ক্রেন দিয়ে দুদিনে পিলার দুটির কাছে নিয়ে যাওয়া হয়। মোট ৪২টি পিলারের ওপর নির্মিত হচ্ছে ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘের পদ্মা সেতু। একেকটি পিলার তৈরি হয়েছে ৬টি পাইলের ওপর। মোট ২৪০টি পাইলের ৬৮টির নির্মাণ শেষ হয়েছে। চলছে ১৭টির কাজ।
যমুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply