রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। মামলাটিতে শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার।
এদিকে, একই মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাত কয়েকজনকে।
এর আগে, বুধবার (২৯ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকার ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তার ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্কও জব্দ করা হয়।
প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক ব্যক্তি। মামলার এজাহার অনুযায়ী মঙ্গলবার (২৮ মার্চ) দিবাগত রাত আনুমানিক সোয়া ২টায় মামলা দায়ের হয়।
/এসএইচ/এমএন
Leave a reply