চিলিতে প্রথমবারের মতো মানবশরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

|

ছবি : সংগৃহীত

চিলিতে প্রথমবারের মতো মানবশরীরে শনাক্ত হলো বার্ড ফ্লু। বুধবার (২৯ মার্চ) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে এ তথ্য। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে জানায়, আক্রান্ত ব্যক্তির বয়স ৫৩ বছর। গুরুতর ইনফ্লুয়েঞ্জার উপসর্গ দেখা গেছে তার শরীরে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। সংক্রমণের উৎস জানার চেষ্টা করছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

সম্প্রতি ওই রোগীর সংস্পর্শে কারা এসেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে। গত বছরের শেষ দিক থেকে চিলিতে প্রাণিদের মধ্যে ব্যাপক হারে বার্ড ফ্লুর বিস্তার হয়। প্রতিবেশী আর্জেন্টিনা, ব্রাজিলে ভাইরাসটির প্রভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় পোল্ট্রি শিল্প।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply