পোশাকের দাম নিয়ে কারসাজি করলে আউটলেট বন্ধ: ভোক্তা অধিদফতর

|

ঈদ পোশাকের দাম নিয়ে কারসাজি করলে সংম্লিষ্ট আউটলেট বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বৃহস্পতিবার (৩০ মার্চ) পোশাক ও কাপড় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে ব্যবসায়ীদের এই কঠোর বার্তা দেন সংস্থাটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

ভোক্তা অধিদফতরের মহাপরিচালক বললেন, বাজারে অনিয়ম হলে ‘মার্কেট কমিটি’ বাতিলের সুপারিশ করা হবে। বিক্রয় কর্মীদের আচরণ আরও মার্জিত করার আহ্বান জানান তিনি।

এ এইচ এম সফিকুজ্জামান বলেন, বিক্রেতাদের উদ্ধত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উন্নয়নশীল দেশে এসব মেনে নেয়া হয় না। কোনো পোশাকের চাহিদা বাড়লে তার মূল্য যেন সকাল-বিকাল বাড়িয়ে দেয়া না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। ইচ্ছেমতো দাম হাকানোর প্রবণতায় এ সময় লাগাম টানার আহ্বান জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।

এ সময় জানানো হয়, মূল্য পরিস্থিতি তদারকি করার জন্য বাজার কমিটিগুলোকে চিঠি পাঠাবে এই সংস্থা। সারাদেশে পোশাক ব্যবসায়ীদের সাথে পর্যায়ক্রমে বৈঠক করা হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply