প্রথম আলোর রিপোর্টের ভিত্তিতে করা মামলায় আইন নিজস্ব গতিতে চলবে: তথ্যমন্ত্রী

|

ফাইল ছবি।

প্রথম আলোর রিপোর্টের ভিত্তিতে যে মামলা হয়েছে, তাতে আইন নিজস্ব গতিতে চলবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। বললেন, আইন মেনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন। নিউজ তুলে নিলেও প্রথম আলো যে অপরাধ করেছে, তা আদালতে প্রমাণ হবে। অনলাইন মিডিয়ার নিউজ নিয়ে প্রেস কাউন্সিলের বিচারের ক্ষমতা নেই। তাদের আইনে অনলাইন ও সামাজিকযোগাযোগ মাধ্যম নেই। এই কাউন্সিলের শুধু তিরস্কারের ক্ষমতা আছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করে নিউজ করা আপত্তিজনক। বঙ্গবন্ধুকে হত্যার আগে বাসন্তির কাপড় পরিয়ে ষড়যন্ত্র করেছে। একই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়েছে এই নিউজে। কোনো সাংবাদিক যদি অপসাংবাদিকতা করে, তাহলে কী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না?

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply