পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় ট্রাকসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।
আটককৃতরা হলো- বাগেরহাট জেলার শরিফুল ইসলাম, বোরহান শেখ, আশরাফুল শেখ, শিমুল শেখ, কামাল শেখ। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় হত্যা, ছিনতাই, ডাকাতিসহ একাধিক করে মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গত ২৩ মার্চ ভোরে একদল ডাকাত ঈশ্বরদীর দাশুড়িয়া মোড়ে ব্যবসায়ী রাকিবুল হাসানের চাউল ও মুড়ির চাতালে হানা দেয়। এ সময় তারা চাতালের নৈশপ্রহরীকে মারধর করে মালামাল লুট করে ট্রাকযোগে পালিয়ে যায়।
পরে এ ঘটনায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেফতার করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুণ্ঠিত মালমাল উদ্ধার করে।
এএআর/
Leave a reply