অফিসে ধূমপানের বিরতি নিয়ে গুণতে হলো জরিমানা

|

ছবি: সংগৃহীত

অফিসে কাজের ফাঁকে ধূমপানের বিরতি নিয়ে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়েছে জাপানের এক সরকারি কর্মকর্তার। ১৪ বছর ধরে অফিসের কাজের ফাঁকে ধূমপানের জন্য তিনি নাকি ৪ হাজার ৫১২ বার বিরতি নিয়েছেন। এই ‘অপরাধে’ তাকে ১৪ লাখ ইয়েনের বেশি জরিমানা করেছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভি’র।

প্রতিবেদেন বলা হয়, ওসাকা শহরের ৬১ বছরের ওই কর্মকর্তাসহ ৩ জনকে একই অভিযোগে ‘দোষী’ সাব্যস্ত করা হয়েছে। শহরটির অর্থ দফতরের ডিরেক্টর পদমর্যাদার ওই কর্মকর্তার পরিচয় অবশ্য প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

তবে জরিমানাসহ তার ওপর আরও কয়েকটি শাস্তি আরোপ করা হয়েছে। বারবার নিষেধ করা সত্ত্বেও কাজের সময় অফিসে বসে ধূমপান করার শাস্তি হিসাবে আগামী ৬ মাস ওই ৩ জনের বেতনের ১০ শতাংশ করে কেটে নেয়া হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply