নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে সনিয়া আক্তার (১৮) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে আমানউল্ল্যাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর অভিরামপুর গ্রামের আইল্ল্যার বাড়ির শাহ আলমের মেয়ে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার এসআই মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পারিবারিক বিষয় নিয়ে তার মা সনিয়াকে শাসন করেন। পরে বুধবার দিবাগত রাতের কোনও এক সময় সে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সনিয়া দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ব্যথার যন্ত্রণায়ও সে আত্মহত্যা করে থাকতে পারে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এএআর/
Leave a reply