রাজশাহীতে চলন্ত মোটরসাইকেল থেকে আড়াই লাখ টাকা ছিনতাই

|

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীতে এক ব্যক্তির আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর জিরো পয়েন্টে অবস্থিত আইএফআইসি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার ওই গ্রাহকের নাম মো. বাহাদুর রহমান। তিনি রাজশাহী জজ আদালতে রেকর্ড সহকারী হিসেবে কর্মরত।

ভুক্তভোগী বাহাদুর রহমান জানান, আড়াই লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে ব্যাংকের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলাম। এ সময় সাহেব বাজার স্যান্ডেল পট্টির কাছে চলন্ত মোটরসাইকেলের সাইডে ঝুলিয়ে রাখা ব্যাগটি খুলে নিয়ে পালিয়ে যায় এক ব্যক্তি। সেসময় চিৎকার করলেও আমার সহযোগিতায় কেউই এগিয়ে আসেননি। পরে বোয়ালিয়া থানায় গিয়ে মৌখিক অভিযোগ করি।

বোয়ালিয়া থানার অফিস ইনচার্জ (ওসি) হোসেন সোহরাওয়ার্দী জানান, ভুক্তভোগী যুবকের সাথে কথা হয়েছে। তার দাবি মোটরসাইকেল থেকে ওই ব্যাগটি নিয়ে পালিয়েছে কোনো একজন। এটা চুরির ঘটনা। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply