রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটকের ঘটনায় তীব্র নিন্দা-উদ্বেগ জানিয়েছে বাইডেন প্রশাসন। অভিযোগ, মুক্তির বিষয়ে দ্রুত যোগাযোগ করা হলেও সাড়া দিচ্ছে না মস্কো। খবর এপির।
৩১ বছর বয়সী ইভান গার্শকোভিচ মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক। কর্মসূত্রে তিনি ইয়ে-কাতেরিন-বার্গ শহরে যান। সেখানেই তার সাথে সবশেষ যোগাযোগ হয় অফিসের। সাদা পোশাকে থাকা গোয়েন্দারা তাকে তুলে নিয়ে গেছে, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের।
অন্যদিকে, রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফএসবি বলছে, রাষ্ট্রীয় গোপন তথ্য সংগ্রহ করছিলেন ইভান। ওই সময় তাকে আটক করা হয়েছে। ইভানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে করা হয় আনুষ্ঠানিক গ্রেফতার। মস্কোর আদালতে তোলা হলে ২৯ মে পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেন বিচারক। রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হয়।
/এমএন
Leave a reply