যুদ্ধের ৪০০তম দিনে মিত্রদের প্রতি কৃতজ্ঞতা জেলেনস্কির

|

রুশ-ইউক্রেন যুদ্ধের ৪০০ দিন পার হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তাই মিত্রদের কৃতজ্ঞতা জানালেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। একটি বিবৃতি দিয়ে পশ্চিমা মিত্রদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান তিনি। খবর দ্য গার্ডিয়ানের।

এনিয়ে জেলেনস্কি বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ৪০০তম দিন পর হলো। এসময় যারা ইউক্রেনের পাশে ছিলেন, সবার প্রতি কৃতজ্ঞতা। স্বাধীনতা আর ন্যায়বিচার পাওয়ার জন্য আমাদের আকুতিতে সাড়া দিয়েছেন তারা। ইউক্রেনীয় হিসেবেই আমরা বিশ্বে মানচিত্রে টিকে থাকতে চাই, সে আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়েছে আন্তর্জাতিক মহল।

এদিকে, আগামী মাসেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিয়মতান্ত্রিক উপায়ে প্রেসিডেন্ট হতে যাচ্ছে রাশিয়া। সেই সূত্রে এপ্রিলেই তুরস্ক সফরে যাওয়ার কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। বিষয়টি ঘিরে চরম উদ্বিগ্ন অন্যান্য সদস্যরা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply