পল স্টার্লিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। প্রথম দুইটি ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে রাখা টাইগারদের অধিনায়ক সাকিব আল হাসান এই পরাজয়ের পর জানিয়েছেন, ভালো দলে পরিণত হতে গেলে আক্রমণাত্মক ক্রিকেটই খেলতে হবে। এতে সব সময় সাফল্য নাও আসতে পারে।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সাকিব আল হাসান বলেন, আমরা ভালো ব্যাট করতে পারিনি। একের পর এক উইকেট হারিয়েছি। কিন্তু মানতে হবে, এমনটা ঘটে। আমরা যদি একই রকম আক্রমণাত্মক মনোভাব বজায় রেখেই খেলতে থাকি, তবে সব সময় সফল হবো না। আমরা আমাদের খেলার ধরন পাল্টাবার চেষ্টা করিনি। ভালোমানের একটি দলে পরিণত হতে চাই আমরা। তাই খেলতেও চাই এভাবেই। আমরা ঢাকায় টেস্ট ম্যাচও খেলবো। দেখা যাক, সেখানে কী ঘটে।
টাইগার অধিনায়ক আরও বলেন, আমরা এর আগে বেশ ভালো ক্রিকেট খেলেছি। বিশেষ করে, ইংল্যান্ড সিরিজের পর থেকেই আমরা একই মনোভাব ও তীব্রতা নিয়েই খেলে যাচ্ছি। আমরা দুইটি ম্যাচ খুবই ভালো খেলেছি। তবে আজকের দিনটি ছিল আয়ারল্যান্ডের।
আরও পড়ুন: রেকর্ড দিয়ে শেষ রেকর্ডময় সিরিজ; আইরিশদের কাছে বাংলাদেশের ‘প্রথম’ হার
/এম ই
Leave a reply