কুর্দিস্তানের ইরবিল ও সোলাইমানিয়া বিমানবন্দরে বন্ধ হলো আন্তর্জাতিক বিমান চলাচল। বিমানবন্দর দুটির কর্তৃত্ব ইরাক সরকারের হাতে হস্তান্তরের সময়সীমা শেষ হওয়ায় এ অবরোধ আরোপ হলো।
শুক্রবারই শেষ হয় বিমানবন্দর দুটির কর্তৃত্ব হস্তান্তরের সময়। সরকারের আপত্তির পরও স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের কারণেই নিষেধাজ্ঞার কবলে কুর্দিদের এ এয়ারপোর্ট। অবশ্য আভ্যন্তরীণ রুটে এ বন্দর থেকে বিমান চলাচল করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর্ন্তাজাতিক ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা আসায় ব্যাপক দুর্ভোগের মুখে যাত্রীরা। আধা-স্বায়ত্ত্বশাসিত কুর্দিস্তানের ওপর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপেই এমন পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। সরকারি এ সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভও করেছে কুর্দিরা।
যসুনা অনলাইন/এইচকেএফ
Leave a reply