খুলনায় পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির ৫৯ নেতাকর্মীর নামে মামলা

|

খুলনা ব্যুরো:

খুলনা নগরীর কেডি ঘোষ রোডে বিএনপি কার্যালয়ের সামনে শনিবার দুপুরে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় রাতে সদর থানায় মামলা হয়েছে।

সদর থানায় এসআই অজিত কুমার দাস বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বাড়ি হেলাল, বিএনপির খুলনা জেলা শাখার সভাপতি আমির এজাজ খান, সাধারণ সম্পাদক মনিরুল হাসান বাপ্পিসহ ৫৯ নেতাকর্মীর নামে মামলা করেছেন। মামলায় আরও ৭০০ থেকে ৮০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাদী তার এজাহারে উল্লেখ করেছেন, শনিবার বিকেলে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি ও দোকানপাট ভাঙচুর করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর অতর্কিতভাবে ইট-পাটকেল নিক্ষেপ ও দেশি অস্ত্র প্রদর্শন করে দায়িত্ব-কর্তব্য পালনে বাধা প্রদান এবং হামলা চালিয়ে পুলিশ সদস্যদের মারাত্মকভাবে যখম করে। এ ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন বলে এজাহার উল্লেখ করা হয়েছে।

এজারে আরও বলা হয়েছে, ঘটনাস্থল থেকে বিএনপির ৭ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply