বসুন্ধরা আবাসিকসহ সংলগ্ন এলাকায় পুলিশের ‘ব্লক রেইড’

|

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকাসহ আশপাশে অভিযান ‘ব্লক রেইড’ চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার রাত সাড়ে ৯টায় এ অভিযান শুরু হয়।

এবিষয়ে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীকে নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বুধবার (০৮ আগস্ট) রাতে হাজারেরও বেশি পুলিশ কয়েকটি ভাগে ভাগ হয়ে এই ‘ব্লক রেইডে’ অংশ নেয়। সাদা পোশাকেও বিপুল সংখ্যক পুলিশ ছিলো সেই অভিযানে। তবে এতে কাউকে আটক করা যায়নি।

অভিযান শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানান, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ অভিযান। তিনি আরও বলেন, যে সব এলাকায় দুষ্কৃতিকারী থাকতে পারে কিংবা থাকার শঙ্কা রয়েছে সেসব এলাকায় এমন অভিযান অব্যাহত থাকবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া দাবি করেন, চলমান আন্দোলনের সাথে এই অভিযানের কোনো সম্পৃক্ততা নেই ।

যমুনা অনলাইন: আরএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply