দখলকৃত পশ্চিম তীরে পবিত্র রমজানেও থেমে নেই সহিংসতা। শনিবার (১ এপ্রিল) ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে মোহাম্মদ খালেদ আল ওসাইবি নামে এক ফিলিস্তিনি যুবকের। এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। এতেই নৃশংসভাবে তাকে হত্যা করা হয়। খবর সিএনএন এর।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানিয়েছিলেন ২৬ বছর বয়সী ঐ যুবক। এই কারণেই আল আকসা মসজিদের প্রবেশপথে অন্তত ১০ রাউন্ড গুলি ছুঁড়ে তাকে হত্যা করে দখলদার বাহিনী।
তেল আবিব পুলিশের দাবি, এক কর্মকর্তার অস্ত্র কেড়ে নিতে চেয়েছিলেন খালেদ। তিন ইহুদি সেনার ওপর হামলার অভিযোগও করা হয়। সহিংসতার পর আল আকসায় যাওয়ার একটি পথ বন্ধ করে দেয় ইসরায়েলি বাহিনী।
শুক্রবারও মসজিদটিতে জুম্মার নামাজ আদায়ে জড়ো হন ২ লাখের বেশি ফিলিস্তিনি। রমজান শুরুর পর আল আকসা মসজিদ ঘিরে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ। পবিত্র এ মাসে সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিলেও থেমে নেই দখলদার বাহিনী।
এসজেড/
Leave a reply