ঘুষ মামলায় ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার প্রতিবাদে বিক্ষোভ করছেন সাবেক মার্কিন প্রেসিডেন্টের সমর্থকরা। বিক্ষোভকারীদের ছোট একটি দল এ সময় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে ফ্লোরিডায় হাজির হন। খবর দ্য লস অ্যাঞ্জেলেস টাইমসের।
শনিবার (১ এপ্রিল) ফ্লোরিডার হান্টিংটন সমুদ্র সৈকতে বিক্ষোভ করেন ট্রাম্প সমর্থকরা। এদিন ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান সম্বলিত টুপি, প্ল্যাকার্ড নিয়ে আসেন তারা। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। শেষ পর্যন্ত ট্রাম্পের পক্ষে লড়াইয়ের ঘোষণাও আসে। ক্যালিফোর্নিয়াতেও বিক্ষোভ করেছেন ট্রাম্প সমর্থকরা।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ৫০ জনের মতো একটি দল সমুদ্র সৈকতের কাছে এবং রাস্তায় বিক্ষোভ করেন। ‘স্ট্যান্ড আপ ফর ট্রাম্প’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাজির হন তারা। তাদের দাবি, ট্রাম্পের বিরুদ্ধে করা ‘অনৈতিক’ সব অভিযোগ তুলে নিতে হবে। একই সাথে ২০২৪ সালের নির্বাচনে ট্রাম্পের প্রতি শক্ত সমর্থনও জানান তারা। অবশ্য সেখানে পুলিশি কোনো হস্তক্ষেপের ঘটনা ঘটেনি।
এসজেড/
Leave a reply