কেরাণীগঞ্জের পাইকারি পোশাক বাজারে মন্দা

|

এবারের ঈদকে ঘিরে কাঙ্ক্ষিত বেচাকেনার দেখা পাচ্ছেন না কেরাণীগঞ্জের আগানগরের পাইকারি ব্যবসায়ীরা। একদিকে পোশাকের দাম বৃদ্ধি, অন্যদিকে আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবে সারাদেশের দোকানদারদের আনাগোনা কমেছে।

পাইকাররা জানিয়েছেন, এলসি বিড়ম্বনার কারণে এবার আমদানিও কমেছে। আর তৃণমূল পর্যায়ের দোকানিদের দাবি, ভাটা পড়েছে উৎসবের কেনাকাটায়। সেখানে ১৩০টি মার্কেটে রয়েছে ২০ হাজারেরও বেশি শো-রুম। বুড়িগঙ্গার তীরবর্তী এই পোশাক পল্লী থেকে অভ্যন্তরীণ পোশাকের প্রায় ৭০ শতাংশ চাহিদা মেটানো হয়। গতবছরের তুলনায় এবার পোশাকের দাম বেড়েছে ১০-১৫ শতাংশের বেশি। এছাড়া, দেশের উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় উৎসবের কেনাকাটা অনেকটা ধানের মৌসুমের উপর নির্ভরশীল।

ব্যবসায়ীরা বলছেন, অন্যবারের মতো বছরের এই সময়টায় কৃষকসহ প্রান্তিক মানুষের হাতে নগদ টাকা নেই বললেই চলে। তাই মফস্বল এলাকার দোকানিরা এবার কম পোশাক সংগ্রহ করছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply