পাকিস্তানে অর্থনৈতিক সঙ্কটে ত্রাণ ও যাকাত কেন্দ্রগুলোতে বেড়েছে মানুষের ভিড়

|

নজিরবিহীন অর্থনৈতিক সঙ্কটে দিন দিন আরও খারাপ হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। রেকর্ড মূল্যস্ফীতির কারণে পবিত্র রমজানেও দৈনন্দিন চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে মানুষ। পরিসংখ্যান বলছে, গেল এক বছরে পাকিস্তানে নিত্যপণ্যের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি। যার প্রভাবে ত্রাণ ও যাকাত কেন্দ্রগুলোয়, সহায়তা প্রত্যাশীদের লাইন লম্বা হচ্ছে প্রতিদিনই। খবর এপির।

রাজনৈতিক কর্মসূচি বা কোনো গণ্ডগোল দমনে নয়, ত্রাণের সিরিয়ালে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হয়েছে পুলিশ। সহায়তা নিতে গিয়ে তাই অপ্রীতিকর পরিস্থিতিতে এসব মানুষ।

পাকিস্তানের প্রায় সব যাকাত এবং ত্রাণ সহায়তা কেন্দ্রেই এখন মানুষের উপচেপড়া ভিড়। ছয় দশকের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতিতে জর্জরিত অনেকের একমাত্র ভরসা এসব অনুদান।

আইএমএফের ঋণ নেয়ার শর্ত পূরণ করতে গিয়ে নিত্যপণ্যের দাম কয়েকগুণ বেড়ে গেছে পাকিস্তানে। বিলাসিতা তো দূরের কথা, দৈনন্দিন চাহিদা মেটাতেই হাঁসফাঁস অবস্থা মানুষের। কঠিন এ সময়ে এগিয়ে এসেছে অনেক সংগঠন। বিনামূল্যে বিতরণ করা হচ্ছে আটা, চাল, গম। রমজানে অনেকেই আবার গণইফতারের আয়োজন করছে।

যদিও যতো মানুষের সহায়তা প্রয়োজন, তার তুলনায় অনুদানের আয়োজন কম। ফলে নিয়মিতই ত্রাণপ্রত্যাশীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্তৃপক্ষকে।

যাকাত নিতে গিয়ে হুড়োহুড়িতে পদদলিত হয়ে এ সপ্তাহেই করাচিতে প্রাণ গেছে ১৬ জনের।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply