ইরানে ‘ইসলামিক বিধিমালা’ না মানায় দোকানপাট সিলগালা

|

‘হিজাব পরিধান’ ইস্যুতে কঠোর অবস্থানে গেলো ইরান। ইসলামিক বিধিমালা অনুসরণ না করার অপরাধে বেশকিছু শহরে সিলগালা করছে দোকানপাট-বাণিজ্যিক স্থাপনা। খবর রয়টার্সের।

রোববার (২ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেন ইসলামিক রেভ্যুলশানারি গার্ড বা আইআরজিসি কমান্ডার করিম আহমাদি। জানান, ইস্ফাহান প্রদেশের অর্ধ-শতাধিক দোকানের বিরুদ্ধে এসেছে অভিযোগ। পর্দাহীন নারী ক্রেতারা আসায় সিলগালা করা হয়েছে প্রতিষ্ঠানগুলো। চালানো হচ্ছে ব্যাপক চিরুনি অভিযানও। ভাইরাল হয়েছে কিরমানশাহ্ প্রদেশের একটি ভিডিও। হিজাব না পরায় সেখানকার ঐতিহ্যবাহী স্থাপনা ‘তাক-ই-বোস্তান’- এ ঢুকতে দেয়া হয়নি নারী পর্যটকদের।

খুজিস্তান প্রদেশেও অর্নিদিষ্টকালের জন্য বন্ধ পর্যটন কেন্দ্র আর বিখ্যাত দেজ হ্রদ। হিজাব ছাড়া প্রবেশ নিষেধ, টাঙ্গানো হয়েছে এমন নোটিশ।

সম্প্রতি, দুই নারীর মাথায় দৈ ঢেলে দেয়ার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে। অসন্তোষের মাঝেই প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসি স্পষ্ট জানান, ইরানে হিজাব পরিধান আইনি বিষয়। এটা মানতেই হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply