যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে ৩২

|

যুক্তরাষ্ট্রে ভয়াবহ টর্নেডোর আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। এখনো বিদ্যুৎহীন প্রায় দেড় লাখ মানুষ। বিধ্বস্ত অঙ্গরাজ্যগুলোয় চলছে উদ্ধারকাজ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ভেঙে পড়া বাড়িঘর ও রাস্তাঘাট সংস্কারে কয়েক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার মেম্ফিসে সন্ধান মেলে দুই শিশুসহ তিনজনের মরদেহ। একটি বাড়ির ওপর গাছ পড়ার খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ। পাওয়া যায় মরদেহগুলো।

শুক্রবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-পশ্চিমে আঘাত হানে প্রলয়ঙ্করী টর্নেডো। তিনদিনে অর্ধ-শতাধিক টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয় বিস্তীর্ণ এলাকা। আরকানসাস, ইন্ডিয়ানা, টেনেসি, ইলিনয়, অ্যালাবামা, মিসিসিপি ও ডেলাওয়ারে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply