ইনজুরিতে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেলেন তাসকিন

|

জন্মদিনে দুঃসবাদ পেলেন বাংলাদেশ পেস বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র তাসকিন আহমেদ। চোটে পড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না এই ফাস্ট বোলার।

জানা গেছে, তাসকিন সাইড স্ট্রেইনের চোটে ভুগছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সময় চোটে পড়েন তিনি। যে কারণে টেস্ট দলের সঙ্গে তাকে অনুশীলন করতে দেখা যায়নি। তবে কবে নাগাদ মাঠে ফিরতে পারেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন। ৩ ম্যাচে তার শিকার ৮ উইকেট, ইকনোমি রেট ৭.১০। ওয়ানডে সিরিজেও তাসকিন ছিলেন দারুণ ছন্দে। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ২ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেন তিনি।

এদিকে ম্যাচের আগের দিন সোমবার (৩ এপ্রিল) মিরপুরে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি টাইগাররা সেরেছেন ফিল্ডিংয়ের অনুশীলনও।

ইউএইচ/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply