কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল: ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত হলো রাহুল গান্ধির জামিন

|

মানহানির মামলায় দুই বছরের সাজার বিরুদ্ধে সুরাট আদালতে আপিল করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। এ আবেদনের প্রেক্ষিতে আদালত তার জামিনের মেয়াদ ১৩ এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। অর্থাৎ ১৩ এপ্রিল পর্যন্ত রাহুলের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। রাহুলের বিরুদ্ধে যে সাবেক বিজেপি বিধায়ক এবং গুজরাট সরকারের মন্ত্রী পূর্ণেশ মোদি মানহানির অভিযোগ দায়ের করেছিলেন, তাকে ১০ এপ্রিলের মধ্যে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন আদালত। খবর দ্য ইন্ডিয়ার এক্সপ্রেসের।

সোমবার (৩ এপ্রিল) সুরাটের আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে আপিল করতে সুরাট আদালতে পৌঁছান রাহুল গান্ধি। এ সময় তার সাথে ছিলেন প্রিয়াংকা গান্ধি এবং কংগ্রেসের অপর তিন জ্যেষ্ঠ নেতা।

প্রসঙ্গত, ২০১৯ সালে দায়ের করা এক মানহানি মামলায় সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। আবেদনে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে দেয়া ঐ কারাদণ্ডাদেশ বাতিলের আর্জি জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে। তারই প্রেক্ষিতে আদালত তার জামিন বর্ধিত করেছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply