Site icon Jamuna Television

প্রথম আলোর সংবাদ রাষ্ট্রবিরোধিতার পরিচয় দিয়েছে: তথ্যমন্ত্রী

স্বাধীনতা দিবসে বিতর্কিত সংবাদ প্রচার করে প্রথম আলো রাষ্ট্রবিরোধী ও দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশ সম্পাদক ফোরামের ইফতার অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, দেশের গণমাধ্যম স্বাধীন। তবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংবাদকে আকর্ষণীয় করতে কাউকে যেন ব্যবহার না করা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

হাছান মাহমুদ আরও বলেন, দায়িত্ববোধের অভাবেই প্রথম আলো দেশবিরোধী রিপোর্ট করেছে। তাই স্বাধীন সাংবাদিকতা কথা তুলে ধরার পাশাপাশি দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী।

/এমএন

Exit mobile version