বঙ্গবাজারে আগুন: ঢাবির পুকুর থেকে পানি সংগ্রহ করছে ফায়ার সার্ভিস

|

রাজধানীর বঙ্গবাজারে লাগা ভয়াবহ আগুন নির্বাপনে পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিস। ফলে পার্শ্ববর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে পানি সংগ্রহ করছে তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হলের মধ্যবর্তী পুকুর থেকে পাইপের মাধ্যমে নেয়া হচ্ছে পানি। ইতোমধ্যে সাতটি পাইপ লাগিয়ে পানি সংগ্রহ শুরু হয়েছে।

জানা গেছে, প্রায় তিন ঘণ্টাব্যাপী চলা ভয়াবহ এ আগুন নির্বাপনে ইতোমধ্যে ঢাকার সবগুলো ফায়ার সার্ভিসকে ঘটনাস্থলে আসতে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া যোগ দিয়েছে বিমানবাহিনী ও সেনাবাহিনীর ফায়ার সার্ভিস টিম। হেলিকপ্টার থেকেও ছিটানো হচ্ছে পানি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আর ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় প্রথম ইউনিটের কর্মীরা। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply