প্রদ্যুৎ কুমার সরকার, মাদারীপুর
মুখ চেপে ধরে রাস্তা থেকে পার্শ্ববর্তী আখ ক্ষেতে টেনে নিয়ে মাদারীপুরের শিবচরে এক গৃহবধূকে ধর্ষণ করেছে চুন্নু বেপারী। খবর পেয়ে পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষক চুন্নু বেপারী শিবচর উপজেলার ভদ্রাসন গ্রামের মৃত সুলতান বেপারীর ছেলে।
পুলিশ ও ভিকটিম সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পার্শ্ববর্তী শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার সেনেরচরে স্বামীর বাড়ি থেকে শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের তালুকদারকান্দি গ্রামে বাবার বাড়ি ফিরছিল ঐ গৃহবধূ। পায়ে হেঁটে ভদ্রাসনের সরদারকান্দি গ্রামের আখ ক্ষেতের পাশের নির্জন রাস্তায় পৌঁছলে ওই এলাকার চুন্নু বেপারী তার মুখ চেপে ধরে মেরে ফেলার ভয় দেখিয়ে পাশের আখ ক্ষেতে টেনে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।
পরে স্থানীয় লোকজন গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক চুন্নু বেপারীকে গ্রেফতার করেছে।
এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবা বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেছেন।
Leave a reply