Site icon Jamuna Television

খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে : সাকিব

দেশে ফিরে গণমাধ্যমে কথা বলছেন সাকিব আল হাসান

টেস্টের ভরাডুবির পরও বাংলাদেশের উইন্ডিজ সফরকে ব্যর্থ বলার উপায় আছে? ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে জিতে অন্যতম সফল বিদেশ সফরের স্বাদ নিয়ে দেশে ফিরেছে টাইগাররা। ওয়ানডেতে দীর্ঘদিন ধরেই ধারাবাহিক বাংলাদেশ। কিন্তু টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের তাদের মাটিতেই হারিয়ে আসা বিশেষ কিছুই বটে।

কোচ স্টিভ রোডস মনে করেন, রঙিন পোশাকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

অধিনায়ক সাকিব আল হাসানও সেটি মনে করেন। বলেছেন, সাধারণত বিদেশের মাটিতে বাংলাদেশকে এমন রূপে দেখা যায় না। তিনটি ট্রফির মধ্যে দুটিই আমরা জিতেছি। এটা একটি সফল সিরিজ ছিল।

টেস্টে জ্বলে উঠেননি সাকিব। অন্ধকারে থেকেছে দলও। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে অনবদ্য ছিলেন তিনি। বাংলাদেশও পেয়েছে কাঙ্ক্ষিত সাফল্য। নিজের পারফরম্যান্স নিয়েও তুষ্ট অধিনায়ক, নিজের পারফরম্যান্স নিয়ে অবশ্যই খুশি। আরও অবদান রাখতে পারলে বেশি ভালো লাগত। সার্বিকভাবে যা হয়েছে তা মন্দ নয়। নিজের ও দলের পারফরম্যান্সে আনন্দিত।

তবে দেশে ফিরেই দুঃসংবাদ দিয়েছেন সাকিব আল হাসান। হাতে অপারশেন করতে হবে জানা ছিলে আগেই। বিশ্বসেরা অলরাউন্ডার জানালেন অপেক্ষা করতে রাজি নন তিনি। এশিয়া কাপের আগেই সেরে ফেলতে চান সেটি।

১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে এশিয়া কাপের ১৪-তম আসর। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরের সাফল্য কতটুকু কাজে দেবে? সাকিব বলেন, এখন সবার আত্মবিশ্বাস অনেক উঁচুতে। সবাই চিন্তা করতে শিখেছে, আমরা সব দলকে হারাতে পারি। বিশেষ করে ক্যারিবীয়দের বিপক্ষে সাফল্য পাওয়ার পর দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version