স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগে চেলসি ও লিভারপুলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। দুঃসময়ের বলয়ে আটকে থাকা দুই দলের লড়াই শেষ হয় সমতায়।
আক্রমণ-পাল্টা আক্রমণে চলে চেলসি-লিভারপুলের ম্যাচ। ২৪ মিনিটে কর্নার থেকে চেলসির রিস জেমস গোল করলেও ভিএআর পরীক্ষার পর অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। আর প্রথমার্ধের যোগ করা সময়ে বলকে জালের ঠিকানা দেখাতে ব্যর্থ হন লিভারপুলের দিয়েগো জোতা।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চেলসি। ৪৯ মিনিটে কাই হাভার্টজের গোলে লিডও নিয়ে নেয় ব্লুজরা। কিন্তু সেটিও ভিএআরে ফাঁদে পড়ে বাতিল হয়। গোলশূন্যভাবে শেষ হয় চেলসি-লিভারপুলের ম্যাচ।
২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে লিভারপুল। এক ম্যাচ বেশি খেলে ৩৯ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি। চেলসির সমান ম্যাচ খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। আর তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ম্যানচেস্টার সিটি।
ইউএইচ/
Leave a reply