সুনামগঞ্জে চালকদের লাল গোলাপ দিলো পুলিশ

|

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে পুলিশ সপ্তাহ উপলক্ষে ট্রাফিক আইন মেনে চলার জন্য চালকদের উৎসাহিত করতে ফুল বিতরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের জেলা পরিষদ মোড়ে গাড়ির কাগজ যাচাই-বাচাই, ফিটনেসবিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানো চালকদের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ বিভাগ। এসময় ৫০টি যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ। পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান এ অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে যাদের কাগজপত্র ঠিক ছিল সেসব চালকদের হাতে লাল গোলাপ ও রজনীগন্ধ ফুল তোলে দেয়া হয় পুলিশের পক্ষ থেকে।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত সিনিয়র পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান, সদর থানার ওসি মো. শহিদুল্লাহ, ট্রাফিক ইন্সপেক্ট্রর রেজ্জাকুল হায়দার।

পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান বলেন, ট্রাফিক সপ্তাহের কর্মসূচির অংশ হিসেবে জেলার প্রায় ১০টি পয়েন্টে যানবাহনের লাইসেন্স, ফিটনেস, ইনস্যুরেন্সের কাগজ দেখে মেয়াদ যাচাই করছেন পুলিশ সদস্যরা। কাগজে সমস্যা থাকলে মামলা করছে পুলিশ। তিনি বলেন, রাস্তায় চালক, যাত্রী, পথচারী সবাইকেই আইন মেনে চলতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply